চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে তেলবাহী ভাউচারের চাপায় নিকাশ বিশ্বাস (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৫ জুলাই ) দুপুর ২ টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা মাদ্রসার গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত নিকাশ বিশ্বাস আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি গ্রামের আইসক্রিম বিক্রেতা শিমুল বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে পরিবারের অজান্তে বাড়ি থেকে বের হয়ে মহসড়ক পারাপারের সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রাশেদ ফিলিং স্টেশনের ডিপোর তেলবাহী ভাউচার শিশুটির গায়ের ওপরে উঠিয়ে দেয়। এতে ভাউচারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।
এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার (ওসি) খান মোহাম্মদ এরফান বাংলাধারাকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষনাত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। এসময় তেলবাহী ভাউচারটিও জব্দ করা হয়েছে।
এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি খান মোহাম্মদ এরফান।












