চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলমান বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ আরেক দফা থমকে গেলো বৃষ্টির কারনে। আকাশে রোদ থাকলেও গুড়ি গুড়ি বৃষ্টিতে খেলার পরিবেশ বিঘ্নিত হলে বেলস তুলে নেন আম্পায়াররা। দ্বিতীয়বার ম্যাচ বন্ধ হওয়ার সময় ৩৪ ওভার ৩ বলে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৪৩।
আগের দফায় বৃষ্টিতে ৫০ মিনিট খেলা বন্ধ থাকলেও ওভার কাটা পড়েনি। এবার শঙ্কা আছে ওভার কমে যাওয়ার। ওভার কমে গেলে ভালো বেকায়দায় পড়তে হবে বাংলাদেশ দলকে। মাঠে নেমে একে এসে সাজঘরে ফেরার সাথে বৃষ্টি যেন নেমে এসেছে মড়ার ওপর খাড়ার ঘা হয়ে।
৫৭ বলে ৪২ রান করে হৃদয় এখনো মাঠে অপরাজিত থাকলেও তাকে সেভাবে সময় দিতে পারছেন না কেউই। সাকিবের পর একে একে পড়ছে উইকেট। তাসকিন মাঠে নেকে করেছেন মাত্র ১ রান। তাসকিন যদি হৃদয়কে সঙ্গ দিয়ে লম্বা একটি জুটি করতে পারেন তবে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করছেন ক্রীড় প্রেমীরা। তবে এখনো আশঙ্কার মেঘ কাটেনি বাংলাদেশ দলের।













