চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বলেছেন, ‘এলাকাবাসী যদি আমাকে নির্বাচিত করেন তাহলে এ বিজয় আমার হবেনা, এ বিজয় হবে মাননীয় জননেত্রী শেখ হাসিনার। আমি নির্বাচিত হলে প্রয়াত সংসদ সদস্য ডা:আফসারুল আমিনের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবো-এটাই আমার প্রধান ব্রত।
বুধবার (৫ জুলাই) শ্রমিক নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় কালে এসব কথা বলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক ও আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন বাচ্চু।
এসময় জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সিবিএ-ননসিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব আবুল হোসেন আবুসহ অন্যান্য নেতৃবৃন্দরা চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুকে ফুলেল শুভেচছা জানান।
শুভেচ্ছা বিনিময়কালে শ্রমিকনেতা সাবের আহমদ, মোঃ ইব্রাহিম, মোঃ নাসির উদ্দিন, সোহেল মাহমুদ, সাইফুদ্দিন মানিক, নুর ইসলাম, আলী হোসেনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।













