৫ নভেম্বর ২০২৫

সীতাকুণ্ডের গুলিয়াখালি বীচে পর্যটক নিখোঁজ

চট্টগ্রামের গুলিয়াখালী বীচে গোসল করতে নেমে মেহেদী হাসান (১৭) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। সাগরে তলিয়ে যাওয়ার সময় তার সাথে সাগরে নামা অপর দুই পর্যটককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিখোঁজ পর্যটককে উদ্ধারে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম নগরীর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরীদল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

নিখোঁজ ও উদ্ধারকৃত পর্যটকদের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস এর ষ্টেশন কর্মকর্তা নূরুল আমিন দুলাল বলেন, কুমিল্লা থেকে বেড়াতে আসা ৩ যুবক সাগরে গোসল করতে নেমে স্রোতের টানে তলিয়ে যেতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় ২ জনকে উদ্ধার করতে পারলেও মেহেদী হাসান নামে একজন এখনো নিখোঁজ রয়েছেন।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম থেকে আসা ডুবুরীদল সাগরে নিখোঁজ মেহেদী হাসানকে উদ্ধারে অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন