যাত্রীবেশে ইয়াবা পাচারের সময় ৬শ পিস ইয়াবাসহ মো. সাইদুর রহমান প্রকাশ ছায়েল (২৬) নামে এক মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যায় মিরসরাই থানা পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাছবাড়ীয়া এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার মো. সাইদুর রহমান প্রকাশ ছায়েল কুমিল্লা জেলার তিতাস থানার ৮ নং জিয়া কান্দি ইউনিয়নের গোপালপুর এলাকার মৃত আইনুল হকের পুত্র।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাছবাড়িয়া এলাকায় ঢাকামুখী লাইনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় যাত্রীবাহী সোহাগ এসি পরিবহনের (ঢাকা মেট্রো-গ-১৫-৮৪৯১) অভিযান চালিয়ে সাইদুর রহমান প্রকাশ ছায়েলের প্যান্টের পকেট থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা। ইয়াবা উদ্ধারের ঘটনায় সাইদুর রহমানের বিরুদ্ধে মিরসরাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইন একটি (মামলা নং-০২) দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।













