৪ নভেম্বর ২০২৫

মহিউদ্দিন বাচ্চুর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন প্যানেল মেয়র লিটন

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেই চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চসিক প্যানেল মেয়র-১ আবদুস সবুর লিটন।

শুক্রবার (৭ জুলাই) বিকালে বাসভবনে গিয়ে তিনি এ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় দুজনেই নির্বাচনে নৌকার জয়লাভ নিয়ে আলোচনা করেন।

এসময় চসিক প্যানেল মেয়র ও ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের কাউন্সিলর আওয়ামী লীগ নেতা আবদুস সবুর লিটন বলেন, ‘বাচ্চু ভাই দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতি করে আসছেন। নেত্রী তাঁকে মনোনয়ন দিয়েছেন, আমরা এতে অনেক খুশি। নেত্রীর পছন্দের এই প্রার্থীকে জয়যুক্ত করা আমাদের দায়িত্ব, আমরা তাকে সাথে নিয়ে নৌকার পক্ষে কাজ করে যাব, ইনশাল্লাহ।’

মহিউদ্দিন বাচ্চু বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি আমাকে এই আসনে মনোনয়ন দিয়েছেন। সকল স্তরের নেতাকর্মীরা যদি সহযোগিতা করেন এবং আমি যদি নির্বাচিত হই আপনাদের অঙ্গীকার বাস্তবায়নে সচেষ্ট হবো। এই অঙ্গীকার পালনে আমি অবশ্যই আমার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবো। এছাড়াও স্থানীয় যে সমস্যা রয়েছে তা সমাধানে সকলের সহযোগিতায় আমি সচেষ্ট হবো। আমি আশা করি, চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং আওয়ামী লীগের নৌকা প্রতীক প্রার্থী যারা ছিলেন তাদেরও যথেষ্ট যোগ্যতা ছিল তারা মনোনয়ন না পেলেও আমাকে সহযোগিতা করবেন। কারণ আমরা দলের এক এবং অভিন্ন শক্তি। আমাদের একমাত্র লক্ষ্য ও অর্জন হবে নৌকার বিজয় সুনিশ্চিত করা, যার প্রভাব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকেও প্রভাবিত করবে।’

এসময় সেচ্ছাসেবক লীগের সংগঠক আবদুল মান্নান খোকনসহ বিভিন্ন নেতৃবৃন্দ ও কর্মীসংগঠকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ