চট্টগ্রামের লোহাগাড়ায় গভীর রাতে টিলা কেটে মাটি বিক্রির অপরাধে আইয়ুব আলী (৪০) নামে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৯ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান এই জরিমানা করেন।
তিনি জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে চরম্বা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাইয়ারপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এসময় টিলা কেটে মাটি বিক্রির অপরাধ স্বীকার করায় আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি গ্রামের মৃত ছৈয়দ আহমদের পুত্র আইয়ুব আলীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
এর আগে, গভীর রাতে টিলা কাটার সময় স্থানীয় জনতা ডাম্পট্রাক ও এক্সকেভেটর আটক করে স্থানীয় ইউপি সদস্য এবং চৌকিদারকে খবর দেন।
তারা বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানান। পরে স্থানীয় চেয়ারম্যান উপজেলা প্রশাসনকে অবহিত করলে ঘটনাস্থল থেকে ২টি ডাম্পট্রাক ও ১টি এক্সকেভেটর জব্দ করে নিয়ে যায়।













