২৪ অক্টোবর ২০২৫

একে খান মোড়

নকশা না মানায় ভাঙা হচ্ছে ছয় তলা ভবন

চট্টগ্রাম নগরীর একে খান মোড়স্থ ফুল বাহার টাওয়ার নামের একটি ছয়তলা ভবন ভেঙে দেয়া হচ্ছে। ভবনটি নির্মাণের পূর্বে সিডিএ থেকে অনুমোদন নিলেও অনুমোদিত নকশা পাল্টে ভবন নির্মাণ করায় অভিযান পরিচালনা করে সিডিএ।

সোমবার (১০ জুলাই) সকাল ১১টায় সংস্থাটির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সিডিএ’র সহকারী অথরাইজড অফিসার মোহাম্মদ ওসমান বলেন, ‘নকশা না মেনে ভবন নির্মাণ করায় গত বছরের ৬ জুন অভিযান পরিচালনা করি। কিন্তু তারা আদালতে একটি রিট পিটিশন দাখিল করায় আমরা চলে আসি। পরবর্তীতে ভবন মালিক আদালতের আদেশ না মেনে ওই ভবন ভাড়া দেওয়া শুরু করায় আমরা আজকে (সোমবার) অভিযান পরিচালনা করি। ভবনটির নকশা বর্হিভূত পুরো অংশ ভেঙে দেওয়া হবে। আজকে (গতকাল) যতটুকু সম্ভব ভাঙা হয়েছে। আগামীকালও ভাঙা হবে। এ ভবন ভাঙার সম্পূর্ণ খরচ ভবন মালিক মো. জাহাঙ্গীর আলম ও মো. খোকন থেকে আদায় করা হবে।’

এ অভিযানে সিএমপির পুলিশ সদস্যসহ অথরাইজ অফিসার মোহাম্মদ ইলিয়াছ, সহকারী অথরাইজড অফিসার মোহাম্মদ ওসমান, ইমারত পরিদর্শক মো. তোফায়েল হোসেন ও মো. শাহাদত হোসেন অংশগ্রহণ করেন।

আরও পড়ুন