২৭ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে সামুদ্রিক বীমা দাবির জটিলতা বিষয়ক সেমিনার

জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে বাংলাদেশ মেরিটাইম ‘ল’ সোসাইটির (বিএমএলএস) ‘সামুদ্রিক বীমা দাবির জটিলতা এবং বিমাকারীর দ্বারা প্রদত্ত কভার অনুধাবন’ বিষয়ক আন্তজার্তিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ জুলাই) বিকাল ৪ টায় চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে বিভিন্ন সামুদ্রিক বীমার অধীনে সামুদ্রিক বীমা দাবি ও কাভারেজের ওপর বিশেষ ফোকাসসহ মেরিন ইন্স্যুরেন্স আইন সম্পর্কে স্টেকহোল্ডারদের বিশেষ ধারণা দিতে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে ওয়েস্ট অব ইংল্যান্ড, এমসিও-মেরিন ক্লেইম অফিস এবং টাইজার স্পনসর করে। সেমিনারের টেকটিক্যাল পার্টনার হিসেবে ছিলো এমসি ল সার্ভিসেস লিমিটেড।

জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে আয়োজিত এ সেমিনারে বীমা সম্পর্কিত আইনি পরামর্শ, বিভিন্ন চ্যালেঞ্জ অন্বেষণ, সামুদ্রিক বীমা দাবি, মেরিন ইন্স্যুরেন্স পলিসি দ্বারা প্রদত্ত কভার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ নানাবিধ বিষয়ে খোলামেলা আলোচনা করেন বিশেষজ্ঞরা। এসময় বাংলাদেশী জাহাজ মালিক, জাহাজ নির্মাতা, শিপিং কোম্পানীর প্রতিনিধি, জাহাজ এজেন্ট, সামুদ্রিক বিমাকারী, শিক্ষাবিদ, মেরিটাইম আইনজীবী, শিল্পনেতা, বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ দেড় শতাধিক অংশগ্রহণকারী সেমিনারে অংশ নেন।

টাইজারসের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস সিডেনহ্যামের পরিচালনায় সামুদ্রিক বীমা দাবির জটিলতা বিষয়ক এ সেমিনারটি উদ্বোধন করেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মো. জিয়াউল হক। এতে বিশেষ অতিথি ছিলেন এসআর শিপিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেহরুল করিম।

এসময় জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়েস্ট অফ ইংল্যান্ডের হেড অফ ক্লেইমস (ইস্টার্ন টার্ম) এনাম হুসেন, ওয়েস্ট অফ ইংল্যান্ডের হেড অফ ক্লেইমস সুজান বাইর্ন, মেরিম ক্লেইমস অফিস-এমসিও চেয়ারম্যান ক্রিস কিলবি, সিনিয়র অ্যাডজাস্টিং ম্যানেজার (ইউকে এএএ) জেমস কিলবি, বাংলাদেশ মেরিটাইম ‘ল’ সোসাইটি’র (বিএমএলএস) সভাপতি মহিউদ্দিন আবদুল কাদের।

অনুষ্ঠান শেষে এমসি ল সার্ভিসেস লিমিটেডের চেম্বার প্রধান এডভোকেট শোয়েতা মিশ্রা সেমিনারের সাফল্যে অবদানের জন্য অংশগ্রহণকারী ও আয়োজকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপনসহ সামগ্রিকভাবে সামুদ্রিক বীমা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

আরও পড়ুন