২৪ অক্টোবর ২০২৫

মহানগর আওয়ামী লীগের মতবিনিময় সভা

চট্টগ্রামের ওপর প্রধানমন্ত্রীর সুদৃষ্টি রয়েছে : মহিউদ্দিন বাচ্চু

প্রধানমন্ত্রীর সুদৃষ্টি চট্টগ্রামের ওপর আছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ১০আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। তিনি বলেন, ‘চট্টগ্রামের কিছু নির্দিষ্ট কষ্ট আছে, কিছু আছে অপ্রাপ্তি । কষ্ট লাঘবে সরকার অনেক উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর সুদৃষ্টি চট্টগ্রামের ওপর আছে। প্রত্যাশার সাথে রাষ্ট্রীয় প্রচেষ্টাকে যুক্ত করে মানুষের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করবো। সবার প্রচেষ্টা আন্তরিক হলে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো।’

মহিউদ্দিন বাচ্চু আরও বলেন, ‘চেতনা ভিত্তিক আদর্শের প্রতি সম্মান রেখে সুখে-দুঃখে আনন্দ-বেদনায় সাংবাদিক সমাজ ও আওয়ামী পরিবারের নেতা কর্মীরা একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে চট্টগ্রামের উন্নয়ন সংগ্রামে কাজ করেছি, যার ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত থাকবে।’

বুধবার (১২ জুলাই) দুপুরে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে প্রেসক্লাব ভবনের বঙ্গবন্ধু হলে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেছেন।

মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘জনগণের ওপর আস্হা ও বিশ্বাস রেখে শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে গতিশীল রাখতে আওয়ামী পরিবার ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলায় সজাগ ও সতর্ক থাকবে।’

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু বলেন, ‘দলীয়ভাবে শৃঙ্খলা অনুসরণ করি, কর্মীদেরও অবশ্যই তা অনুসরণ করাতে যা করণীয় তা করবো। দল ও নেতার স্বচ্ছ ভাবমূর্তি রক্ষা করতে সচেষ্ট থাকবো।’

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চুসহ সম্পাদক মন্ডলীর সদস্য মশিউর রহমান চৌধুরী, চন্দন ধর, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, দিদারুল আলম চৌধুরীসহ কার্যনির্বাহী সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন।

বাংলাধারা/এসএম

আরও পড়ুন