চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে স্থান পায় ৯১ জন নেতাকর্মী।
বুধবার (১২ জুলাই) রাত ৯টায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নাছের উদ্দিন রিয়াজ এবং সাধারণ সম্পাদক মো.দিদারুল আলমের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৯১ সদস্যের কমিটি ৩ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।
এর আগে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারী আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
উল্লেখ্য, গত বছরের ২৭ সেপ্টেম্বর রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
				












