পার্বত্য জেলা বান্দরবানে সর্বপ্রথম কলা গাছের আঁশ থেকে তৈরি সুতা আর সেই সুতা তাঁতে বুনে তৈরি করা হয়েছে শাড়ি। কলাগাছের আঁশ থেকে তৈরি সুতা দিয়ে বানানো এ শাড়ির নাম দেয়া হয়েছে ‘কলাবতী’। কলাবতী শাড়ি নিয়ে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খোঁজ নিয়ে জানা গেছে, পাহাড়িদের স্বাবলম্বী করে নারী পাইলট প্রকল্প হাতে নিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছ্মিন পারভীন তিবরীজি। সেই প্রকল্পের আওতায় পাহাড়ের পিছিয়ে পড়া নারীদের প্রশিক্ষণ দিতে সিলেটের মৌলভীবাজারের মনিপুরী প্রশিক্ষক রাধাবতী দেবীকে আহ্ববান জানানো হয়। মৌলভীবাজারের মনিপুরী তাঁত শিল্পী রাধাবতী দেবী জেলা প্রশাসকের অনুরোধে বান্দরবানে এসে প্রথমবারের মতো কলা গাছের সুতা থেকে এ শাড়িটি বুনেছেন। তার তত্ত্বাবধানে ১৫ প্রচেষ্টায় প্রথম পর্যায়ে কলাগাছের তন্তু বা আঁশ থেকে সুতা তৈরি করেন। এই সুতা দিয়ে দেশের প্রথম কলা গাছের আঁশ থেকে তৈরি সুতা আর সেই সুতা তাঁতে বুনে শাড়ি তৈরি করে তাক লাগিয়েছেন মনিপুরী প্রশিক্ষক রাধাবতী দেবী। রাধাবতীর নামের সাথে মিল রেখে এ শাড়ির নামকরণ করা হয় কলাবতী।
এদিকে গতকাল স্মার্ট বাংলাদেশ ব্যবসায়ী সম্মেলন ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক হল-এ প্রধান অতিথি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পার্বত্য অঞ্চল সবসময় অবহেলিত ছিল। কিন্তু বর্তমানে একই দিনে একশোটি সেতু ও রাস্তা উদ্বোধন করার এই সুযোগ এখন পর্যন্ত কেউ করতে পারেনি। সেই অঞ্চলটি সম্পূর্ণভাবে অনুন্নত ছিল কিন্তু এখন আর অনুন্নত নাই। পার্বত্য শান্তি চুক্তির পর সেসব অঞ্চলে স্কুল ও কলেজ, ব্রিজ ও রাস্তাঘাট তৈরী করে উৎপাদিত ফল যাতে বাজারজাত করতে পারে সেই ব্যবস্থা করেছি।
বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে এই প্রথম কলা গাছের সুতা তৈরী করে সেই সুতো দিয়ে শাড়ি তৈরী করেছে। সেই শাড়িটি তৈরী করেছে বান্দরবানের জেলা প্রশাসক । সেই শাড়িটা কবে আসবে আর আমাকে কবে উপহার দিবে।
প্রধানমন্ত্রীকে শাড়িটি কখন উপহার দিবেন সেই প্রশ্নের জবাবে জেলা প্রশাসক তিবরীজি বলেন, কলাবতী শাড়িটি সম্পূর্ণ তৈরী হয়ে গেছে। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিকট এই শাড়িটি উপহার হিসেবে তুলে দেওয়া হবে।













