চট্টগ্রাম নগরের কৈবাল্যধাম ও ফিরজশাহ এলাকায় অভিযান চালিয়ে নির্মাণাধীন ভবনের নিচে, ফুলের টব, ড্রাম ও ছাদে জমে থাকা পানিতে মশার লার্ভা পাওয়ায় ৮ ভবন মালিককে ৮০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ডেঙ্গু মশার উৎসস্থল ধ্বংসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ সোমবার (১৭ জুলাই) নগরের কৈবাল্যধাম ও ফিরজশাহ এলাকায় এ অভিযান পরিচালনা করেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।
এ সময় ডেঙ্গু রোগ প্রতিরোধে এডিস মশার উৎসস্থল বাড়ির ছাদ বাগান ও নির্মাণাধীন ভবন ড্রোন দিয়ে জরিপ করা হয়।
অভিযানে নির্মাণাধীন ভবনের নিচে, ফুলের টব, ড্রাম ও ছাদে জমে থাকা পানিতে মশার লার্ভা পাওয়ায় ৮ ভবন মালিককে ৮০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারী ও খুলশী থানা পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।












