২৮ অক্টোবর ২০২৫

ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়, শেভরণকে শোকজ

 

ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ফি আদায় করায় চট্টগ্রামে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার শেভরণকে শোকজ করেছেন সিভিল সার্জন। পাশাপাশি প্যাথলজি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিকে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী সোমবার এক নোটিশে এ নির্দেশ দেন। নোটিশে বলা হয়, সরকার বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু পরীক্ষার ফি ৩০০ টাকা নির্ধারণ করে দিলেও শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড রোগীদের কাছ থেকে ডেঙ্গু এনএস ওয়ান পরীক্ষার ফি ১ হাজার ৬০০ টাকা ও আইজিজি বা আইজিএম পরীক্ষার ফি ১ হাজার ২০০ টাকা আদায় করছে—এই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রমাণ পেয়ে ওই ডায়াগনস্টিক সেন্টারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এবং আগামী ৩ কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই ডায়াগনস্টিক সেন্টারে প্যাথলজিক্যাল পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হচ্ছে।

সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী বলেন, ‌‘এক রোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শেভরন ডায়াগনস্টিক ক্লিনিক্যাল ল্যাবরেটরির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো। আমরা তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি এবং আগামী ৩ কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলেছি। নোটিশের জবাবের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেডের জিএম পুলক পারিয়াল বলেন, ‘নভেম্বরে সরকারি নির্দেশনা দেওয়ার পর থেকেই ডেঙ্গু পরীক্ষায় আমরা ৩০০ টাকা ফি নিই। আমাদের তখন থেকে আজ পর্যন্ত সব ডকুমেন্ট আছে। আমাদের একজন নতুন কর্মী ভুলবশত বেশি ফি নিয়েছিল ম্যানুয়ালি। একটাই ভুল হয়েছে। টাকাও ফেরত দেওয়া হয়েছে গ্রাহককে। অভিযোগের ভিত্তিতে সিভিল সার্জন মহোদয় নির্দেশ দিয়েছেন। উনারা কাল পরিদর্শনে আসবেন। আশা করি তখন বিষয়টি ক্লিয়ার হবে।’

আরও পড়ুন