ঢাকা : বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন চট্টগ্রামের সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের মেধাবী শিক্ষার্থী ফয়সাল মাহমুদ।
বৃহস্পতিবার রাতে ৩০১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
গত বছরের ৬ ডিসেম্বর ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর শেখ হাসিনার অনুমোদন সাপেক্ষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। প্রায় ৭ মাস পর ঘোষণা করা হয় পূর্ণাঙ্গ কমিটি।
কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে ৭১ জনকে। যুগ্ম-সাধারণ সম্পাদক ১১ জন এবং সাংগঠনিক সম্পাদক রয়েছেন ১১ জন।
ফয়সাল মাহমুদ এর আগে কেন্দ্রীয় ছাত্রলীগের নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক এবং স্যার এফ রহমান হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এছাড়াও তিনি ২৮ বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে হল ছাত্র সংসদের নির্বাচিত পাঠকক্ষ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পালন করেছেন একই হলের আহমেদ ফজলুল রহমান সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব।
ফয়সাল মাহমুদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তিনি বাঁশখালী সরল ইউনিয়নের হাজী আবুল বশর ও জাহেদা বেগম দস্পতির সন্তান।
নতুন দায়িত্ব পেয়ে ফয়সাল মাহমুদ বলেন, ‘ছাত্রলীগের একজন কর্মী হিসেবে কেন্দ্রীয় সংসদে কাজ করতে পারা অনেক গর্বের। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার ভিশন-৪১ বাস্তবায়নে কাজ করতে চাই। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে নিজের সেরাটা দিয়ে কাজ করে যাব।’













