২৩ অক্টোবর ২০২৫

নৌকার নির্বাচনী কার্যালয়ে হামলায় প্যানেল মেয়র লিটনের নিন্দা

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ ও ২৫নং রামপুর ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সবুর লিটন।

বুধবার (১৯ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুক একাউন্টে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে স্ট্যাটা দেন। তিনি লিখেন, ‘চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু ভাইয়ের লালখান বাজারস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে বিএনপি নেতা-কর্মী, সন্ত্রাসী বাহিনীর নগ্ন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি…।’

এর আগে বুধবার (১৯ জুলাই) বিকেলে নগরীর খুলশী থানার লালখান বাজারে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের মূল গেটের বিপরীতে প্রধান নির্বাচনি কার্যালয়ে হামলার এ ঘটনা ঘটে।

এ হামলায় আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও নিরাপত্তা কর্মীসহ ১৯ জন আহত হয়েছে বলে জানিয়েছেন প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু। এছাড়াও প্রাইভেট কার, নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা ট্রাক ও ১০টি মোটরসাইকেলসহ মোট ১৪টি গাড়ি ভাঙচুরের অভিযোগ করেন তিনি।

গতকাল বুধবার রাত আটটার দিকে নগরের ওয়াসার মোড়ে প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে নৌকার প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু বলেন, বিএনপির নেতা-কর্মীরা আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা করেছে। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। দেশের শান্তিশৃঙ্খলা নিশ্চিত করার জন্য আওয়ামী লীগ বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী সাহেব পদযাত্রা নিয়ে যাওয়ার সময় আমাদের নির্বাচন অফিস আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। আমাদের নিরাপত্তা প্রহরীরা দেখেছে। আমাদের ভিডিও ফুটেজও আছে। আমীর খসরু মাহমুদের নির্দেশে আমাদের কার্যালয়ে হামলা করা হয়েছে। চট্টগ্রামে ৫০ বছরের ইতিহাসে কোনোদিন আওয়ামী লীগ পরাজিত হয়নি। আমাদের ওপর হামলা নিরবে সহ্য করবো, সেটা ভাবা আপনাদের ভুল।

আরও পড়ুন