চট্টগ্রাম চিড়িয়াখানায় ক্যাপ্টিভ ব্রিডিং এর মাধ্যমে জন্ম নেওয়া ১৬টি বাচ্চা সাপ ও বিভিন্ন স্থান হতে উদ্ধারকৃত ১০টি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে।
২০ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে অজগর সাপগুলো চুনতি অভয়ারণ্যে অবমুক্ত করা হয়। সাপগুলো মধ্যে ১৬টি ছোট বাচ্চা, ১০টি বড় প্রজাতির। এসব ইন্ডিয়ান রক পাইথন প্রজাতির বলে জানা গেছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ, চুনতি বন্যপ্রাণী ও জীব বৈচিত্র কর্মকর্তা নুরুজ্জাহান, চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডাঃ মো. শাহাদত হোসেন শুভ, চুনতি বন্যপ্রানী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন প্রমুখ।
চুনতি বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য কর্মকর্তা নুরুজ্জাহান জানান, চট্টগ্রাম চিড়িয়াখানায় ক্যাপ্টিভ ব্রিডিং এর মাধ্যমে জন্ম নেওয়া ১৬টি বাচ্চা সাপ এবং বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান হতে উদ্ধারকৃত ১০টি সাপ চুনতি অভয়ারণ্য এলাকার নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে। অভয়ারণ্য এলাকায় সাপগুলো নিরাপদে থাকবে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ জানান, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে চট্টগ্রাম চিড়িয়াখানায় ক্যাপ্টিভ ব্রিডিং এর মাধ্যমে জন্ম নেওয়া ১৬ টি বাচ্চা সাপ এবং বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান হতে উদ্ধারকৃত ১০ টি বয়স্ক সাপ চুনতির অভয়ারণ্য এলাকায় অবমুক্ত করা হয়েছে।