৫ নভেম্বর ২০২৫

আরসার সামরিক কমান্ডার গ্রেফতার

কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৫। শুক্রবার রাত ৮ টার দিকে টেকনাফের শামলাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৫ কক্সবাজারের উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আরসার সামরিক কমান্ডারের অবস্থানের খবর পেয়ে আর্মিসহ র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে ‘আরসা’র কমান্ডার হাফেজ নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, নূর মোহাম্মদ আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সামরিক কমান্ডারের দায়িত্বে আছেন।তার দেয়া তথ্যের ভিত্তিতে আরো ‘আরসা’ সন্ত্রাসীদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ