৪ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে কিশোরীর আত্মহত্যা

ঝুলন্ত লাশ

চট্টগ্রামে গলায় ফাঁস দিয়ে আনিকা (১৫) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। শনিবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার নগরীর পাঁচলাইশের হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। কিশোরীটি টিনের ঘরের চালের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে নিশ্চিত করেছে পাঁচলাইশ থানা পুলিশ।

নিহত আনিকা তার বাবা-মায়ের সঙ্গে ওই এলাকার একটি ভাড়া বাসায় থাকতো। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার (বি-বাড়িয়া) নবীনগর এলাকায়।

পাঁচলাইশ থানার এসআই মো. জাকির হোসেন বলেন, ‘কিশোরীটির বাবা-মা কাজের সুবাধে বাইরে ছিল। সন্ধ্যায় তার ভাই প্রাইভেট পড়তে গেলে সেই ফাঁকে ঘরের টিনের চালের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ওই কিশোরী। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সুরতহাল রিপোর্টে অন্য কোনো আলামত পাওয়া যায়নি। তার বাবা-মাসহ স্থানীয়দের কোনো অভিযোগ নেই। তারা জানিয়েছে মেয়েটি মানসিক ভারসাম্যহীন ছিলো। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আরও পড়ুন