মিরসরাই উপজেলার খৈয়াছরা ইউনিয়নের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন স্মরণিকা সংঘের নতুন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (২১ জুলাই) রাতে সংগঠনের কার্যালয়ে বার্ষিক সাধারণ সভার মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটি গঠনের পূর্বে স্মরণিকা সংঘের সাধারণ সম্পাদক সালাউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াজুল হকের সঞ্চালনায় সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সকল সদস্যরা। এসময় সাবেক সভাপতি গোপাল চন্দ্র চৌধুরী, সাবেক সভাপতি মাষ্টার আনিছ উদ্দিন, রিজোয়ান উদ্দীন মিন্টু, আশরাফুল হক, সাবেক কার্যকরী পরিষদের সদস্য আফাছ উদ্দিন, দেলোয়ার হোসেন, কামরুল হাসান, নুরুল মোস্তফা, নিজাম উদ্দিন, রিফাজুল হক, মেহেরাব হোসেন শাকিল, আশরাফুল ইসলাম শাওন, তানভীর আলম, আব্দুল আজিজ রানা, আশরাফুল ইসলাম মৌচাক, মো. সাব্বির উপস্থিত ছিলেন।
এছাড়াও খৈয়াছরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদুল হাসান রাবিব, মামুন, সোহেল, ইরফান হোসেন নাদিম, আব্দুল হাসনাত, সজীব, জিসান, রুমি, ফরহাদ, সাহিন, সোহেল, মোরসেদ, টিপু, আইমন, জামসেদুল হক প্রমুখ।
সভায় সকলের সম্মতিতে গোপাল চন্দ্র চৌধুরীকে সভাপতি ও রিয়াজুল হককে টানা ৫ম বারের মতো সাধারণ সম্পাদক করে ২০২৩-২৪ কার্যকরী কমিটির অনুমোদন দেওয়া হয়।
				












