আনোয়ারায় কৃষি খামার থেকে মোহাস্মদ শরীফ (৬০) নামে এক কৃষি শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ জুলাই) রাত সাড়ে ১১টায় উপজেলার চাতরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হারুনের বাড়ির পাশের খামার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শরীফ একই এলাকার ফজুবলীর বাড়ির মৃত দুদু মিয়ার ছেলে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোহাস্মদ শরীফ পাশ্ববর্তী এলাকার মোহাম্মদ হারুনের বাড়িতে কৃষি কাজ করছিল। ঘটনার দিন বিকেলে আসরের নামাজও পড়েছিল মসজিদে। রাতে নিহত শরিফের মেয়ের জামাই আবুল কাশেমকে ফোন করে জানানো হয় তার মৃত্যুর খবর। বাড়ির পাশের ক্ষেতে শরীফের লাশ পড়ে থাকতে দেখে তারা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
				












