চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে এক পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই। সোমবার (২৪ জুলাই ) সকাল ৭ টার দিকে ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শীল পাড়ার অরুণ শীলের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের ডিউটিরত ফায়ার ফাইটার শফিকুল ইসলাম বাংলাধারাকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের টিম আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. ওসমান গণী বলেন, সকালে অরুণ শীলের বাড়িতে বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ঘরের আসবাবপত্র, নগদ টাকা-পয়সা সব পুড়ে গেছে। কিছুই রক্ষা করতে পারিনি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ততক্ষণে ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। বসতঘর হারিয়ে পরিবারটি এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে।
এদিকে, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে সহয়তা প্রদান করেছে বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগ। এসময় উপস্থিত ছিলেন বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা, ইউপি সদস্য উসমান, উপজেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ফখরুদ্দিন মাহমুদ, সাবেক ইউপি সদস্য আবুল কাসেম শাহাব উদ্দিন প্রসুখ।
				












