চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এস আলম পরিবহনের একটি বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৪ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামুখি এস আলম বাসের সাথে কক্সবাজারমুখী মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
জানতে চাইলে দোহাজারী হাইওয়ে থানা অফিসার ইনচার্জ ( ওসি) খান মোহাম্মদ এরফান বাংলাধারাকে বলেন, দুর্ঘটনায় আহত দুজনের মধ্যে একজন মারা গেছে বলে শুনেছি। তবে এখনো পর্যন্ত আমরা নিশ্চিত নই।
তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। বাড়ি ঢাকায় বলে জেনেছি। ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস-মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
				












