চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে নেমে আজ সোমবার (২৪ জুলাই) সন্ধ্যা সাতটার দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। জানা যায় তারা দুজনেই আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
নিহত দুই শিক্ষার্থীর নাম আলী হাসান মারুফ (২৩) ও এনায়েত চৌধুরী (২২)। মারূফ ইসলামী বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টার দাওয়াহ ডিপার্টমেন্টে ও এনায়েত কুরআনিক সায়েন্স ডিপার্টমেন্টের থার্ড সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। এর মধ্যে মারুফের গ্রামের বাড়ি কুমিল্লায় এবং এনায়েতের বাড়ি ভৈরবে অবস্থিত। তারা সীতাকুণ্ডের গুল আহমেদ জুট মেইল এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।
নিখোঁজ শিক্ষার্থীদের সহপাঠী একরাম হোসেন জানান, আজ সোমবার বিকেলে তিন বন্ধু বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে যান। পরে তারা তিনজনই সাঁতার কাটতে সৈকতে নামেন। এ সময় আলী হাসান মারুফ ও এনায়েত চৌধুরী স্রোতের টানে সাগরে ভেসে যায়।
এবিষয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন অফিসারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান , খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। তবে প্রথমে জোয়ার থাকায় আমরা চট্টগ্রাম স্টেশন থেকে ডুবুরি দলকে খবর দেই। তারা এসে রাত আনুমানিক নয়টার দিকে দুজনের লাশ উদ্ধার করে।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইফতেখার উদ্দিন বলেন, দুইজন ছাত্রের লাশ আপাতত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এম্বুলেন্সে রাখা হয়েছে। তাদের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তাদের পরিবারের লোকজন এলে আমরা এর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।













