২৪ অক্টোবর ২০২৫

ইতালি উপকূলে নৌকাডুবি : ৪১ অভিবাসন প্রত্যাশীর প্রাণনাশ

ইতালির ভূমধ্যসাগরীয় দ্বীপ লাম্পেদুসার উপকূলে নৌকাডুবিতে ৪১ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যমকে এমনটি জানিয়েছেন বেঁচে যাওয়া যাত্রীরা। বেঁচে যাওয়া চারজনের তিনজন পুরুষ ও একজন নারী। আইভরি কোস্ট ও গায়ানা থেকে আসা এ চারজন বুধবার লাম্পেদুসা দ্বীপে পৌঁছে স্থানীয় গণমাধ্যামকে এসব তথ্য জানান।

উদ্ধারকারীদের তারা জানান, তারা যে নৌকাটিতে ছিলেন সেটি তিউনিসিয়ার স্ফাক্স থেকে ইতালির দিকে যাচ্ছিল। তাদের নৌকায় ৪৫ জন অভিবাসন প্রত্যাশী ছিল। এর মধ্যে তিন শিশুও ছিল। তাদের নৌকাটি ছিল ৭ মিটার দীর্ঘ। কয়েক ঘণ্টা পর নৌকাটি বড় ঢেউয়ের ধাক্কায় ডুবে যায়। পরে তাদের একটি কার্গো জাহাজ উদ্ধার করে ইতালির কোস্ট গার্ডের জাহাজে স্থানান্তর করে।

তিউনিসিয়ান কর্তৃপক্ষ বলছে, স্ফাক্স হলো একটি বন্দরনগরী যেটি ল্যাম্পেদুসা থেকে ৮০ মাইল দূরে। এই পথটি অভিবাসনপ্রত্যাশীদের কাছে বেশ জনপ্রিয়। এই পথে তারা ইউরোপে নিরাপদ জীবন খুঁজতে যায়।

আরও পড়ুন