৩ নভেম্বর ২০২৫

চলতি মাস থেকে পাওয়া যাবে বিশ্বকাপের টিকেট : আইসিসি

অবশেষে বিশ্বকাপের টিকিট ছাড়ার সময় জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। চলতি মাস থেকেই পাওয়া যাবে প্রস্তুতি এবং মূলপর্বের ম্যাচের টিকিট। সেমিফাইনাল আর ফাইনালের টিকিট পেতে অপেক্ষা করা লাগবে আরও অনেকটা সময়। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হেমাং আমিন।

মূলত স্বাগতিক ভারতের ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচের টিকিটই একইসাথে ছাড়ছে আয়োজক কর্তৃপক্ষ। জানিয়েছে, ২৫ আগস্ট থেকে পাওয়া যাবে ভারতে হতে যাওয়া বিশ্বকাপের টিকিট।

আগামী ২৫ আগস্ট থেকে পাওয়া যাবে বাংলাদেশের ম্যাচের টিকিটও। পরিবর্তিত সূচিসহ বাংলাদেশের নয় ম্যাচের টিকেট পাওয়া যাবে একইসাথে। তবে বাংলাদেশ সেমিফাইনালে গেলে অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর পর্যন্তই।

এর আগে ১৫ আগস্ট থেকে মাঠে বসে বিশ্বকাপ দেখতে আগ্রহী ব্যক্তিরা নিবন্ধন করতে পারবেন। আগে থেকে নিবন্ধন করা থাকলে টিকিট-সংক্রান্ত খবর আগেই পাওয়া যাবে।

আইসিসি ঘোষিত টিকিট ছাড়ার সময়:

২৫ আগস্ট- ভারত ছাড়া বাকি দলগুলোর প্রস্তুতি ও মূল পর্বের ম্যাচ

৩০ আগস্ট- গুয়াহাটি ও ত্রিবান্দ্রামের ভারতের ম্যাচ

৩১ আগস্ট- চেন্নাই, দিল্লি ও পুনের ভারতের ম্যাচ

১ সেপ্টেম্বর- ধর্মশালা, লক্ষ্ণৌ ও মুম্বাইয়ে ভারতের ম্যাচ

২ সেপ্টেম্বর- বেঙ্গালুরু ও কলকাতার ম্যাচ

৩ সেপ্টেম্বর- আহমেদাবাদে ভারতের ম্যাচ

১৫ সেপ্টেম্বর- সেমিফাইনাল ও ফাইনাল

আরও পড়ুন