৪ নভেম্বর ২০২৫

সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ট্রেনের ধাক্কায় আরিফুল ইসলাম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১২ আগস্ট) সকালে ভাটিয়ারী ইউনিয়নের রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার হামিদুর ইসলামের ছেলে।

ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. ফারুক হোসেন বলেন, ট্রেন লাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া সুবর্ণা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থালে নিহত হয় আরিফুল নামের ঐ কিশোর।

তিনি আরও জানান, কিশোরের মরদেহ শেষে উদ্ধার প্রাথমিক সুরতহাল শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ