১৫ জানুয়ারি ২০২৬

গাড়িতে তুলে পাচারকালে ৩৩ রোহিঙ্গা উদ্ধার, পাচারকারী আটক

কক্সবাজার থেকে অন্যত্র নিয়ে যাবারকালে ৩৩ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার বাস টার্মিনালস্থ শ্যামলী পরিবহণ কাউন্টার থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার রোহিঙ্গায় ১৫ শিশু, ১০ নারী ও ৮ জন পুরুষ রয়েছে। এরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। এ সময় জয়নাল (২৮) নামে এক দালালকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন  কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিনুল ইসলাম।

আটক জয়নাল (২৮) উখিয়ার বালুখালীর বাসিন্দা সেলিমের ছেলে। তিনি পুরাতন রোহিঙ্গা বলে জানিয়েছেন পুলিশ।

পরিদর্শক মহিনুল ইসলাম বলেন, কক্সবাজার টার্মিনাল শ্যামলী কাউন্টার সামনে পাচারের জন্য কিছুসংখ্যক রোহিঙ্গাকে জড়ো করা হয়েছে, এমন খবরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকজন দালাল পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা আটক জয়নালের বরাত দিয়ে বলেন, চট্টগ্রামের সাতকানিয়া এলাকার জনৈক ফয়সাল নামে এক ব্যক্তির কথা মতো রোহিঙ্গাদের নিয়ে এসেছেন তিনি। আটক দালালের বিরুদ্ধে সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হচ্ছে।

কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের সংশ্লিষ্টদের মাধ্যমে ক্যাম্পে পাঠানো হবে। আর দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিকেল তিনটার দিকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ