৬ নভেম্বর ২০২৫

বান্দরবানে মাতামুহুরী নদীতে অজ্ঞাত লাশ উদ্ধার

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ আগস্ট) সকাল ৯টায় লামা পৌরসভার ৮নং ওয়ার্ড ছাগলখাইয়া এলাকাস্থ মাতামুহুরী নদীর রাজারকুম থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে উদ্ধারকৃত লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, মাতামুহুরী নদীতে ভেসে আসা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ছেলেটির শরীরে নীল রঙের জিন্স প্যান্ট ও গায়ে টিশার্ট পরিহিত ছিল। লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

জানা গেছে, মাতামুহুরি নদীতে একটি লাশ ভেসে আসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে লামা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশটি সম্ভবত আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া বা শিবাতলী পাড়ার কারো হতে পারে।

 

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ