২৩ অক্টোবর ২০২৫

লোহাগাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের একটি পুকুরে ডুবে মো. সারজিন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুৃধবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে পদুয়া আলী সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুটি ওই এলাকার নুরুল হকের ছেলে।

পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ বাংলাধারাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুটির চাচাতো ভাই আবছান সিকদার বাংলাধারাকে বলেন, সকালে শিশুটির মা ঘরে কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পরিবারের অগোচরে শিশুটি বাড়ি থেকে বাহির হয়ে উঠানে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিববারের সদস্যরা। পরে কোথাও না পেয়ে বাড়ির পাশে পুকুরে খুঁজতে নামলে সেখানে ডুবন্ত অবস্থায় পাওয়া যায় শিশু সারজিনকে ।

তিনি আরও বলেন, তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্ত্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। একইদিন বাদে আছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুন