চট্টগ্রামের রাউজানে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও খাস পুকুরে ২৯৭ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল ২২ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় রাউজান সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদারের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা পীযূষ প্রভাকরের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদুয়ানুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, উপজেলা প্রধান প্রকৌশলী আবুল কালাম, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষক লীগের সভাপতি আলমগীর আলী প্রমুখ।
উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় হালদা হতে সংগৃহীত ডিম হতে উৎপাদিত রুই, কাতলা, মৃগেল, কালবাউশ মাছের পোনা উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও খাস পুকুরে অবমুক্ত করা হয়।













