কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি থেকে ৫টি অবৈধ করাত কল উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২২ আগষ্ট) বিকালে রামুর ইউএনও ফাহমিদা মুস্তফা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পানেরছড়া রেঞ্জাধীনে গড়ে ওটা এসব করাত কলগুলো উচ্ছেদ করে। অভিযানে করাতকলের বেশকিছু যন্ত্রাংশসহ ১০৮ ঘনফুট কাঠ এবং ২৫টি বল্লিও জব্দ করা হয়েছে। এসময় আর্থিক জরিমানাও করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা মুস্তফা বলেন, মোবাইল কোর্টের মাধ্যমে করাতকল বিধিমালা, ২০১২ মতে একটি অবৈধ করাতকল পরিচালনাকারি মো. আবুকে ১০হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। অপর ৪টি করাতকল মালিকরা মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে বন আইনে নিয়মিত মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। এসময় বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়। সেগুলো বনবিভাগের জিম্মায় দেয়া হয়েছে বিধিমোতাবেক ব্যবস্থা নেয়ার জন্য।
অভিযানে বনবিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।













