২৩ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে নানা অপরাধে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

পণ্যের মূল্যতালিকা, বিক্রয় মূল্যের অসঙ্গতি ও বেশি দামে পণ্য বিক্রি করাসহ নানা কারণে চট্টগ্রামে ৯ দোকানিকে ৮৭ হাজার জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (২৩ আগস্ট) চট্টগ্রাম নগর ও সাতকানিয়া উপজেলায় পৃথক অভিযানে এসব জরিমানা করা হয়।

খাতুনগঞ্জ
নগরের খাতুনগঞ্জে পণ্যের মূল্যতালিকা ও বিক্রয় মূল্যের অসঙ্গতিসহ নানা কারণে তিন প্রতিষ্ঠান থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত পিঁয়াজের অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে খাতুনগঞ্জে এ অভিযান পরিচালনা করেন সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান ও পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।

পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, ‘এ সময় কৃষি বিপণন অধিদফতরের লাইসেন্স না থাকা, পণ্যের মূল্য তালিকা ও বিক্রয় মূল্যের অসঙ্গতি এবং পাইকারদের ক্রয়রশিদ না থাকায় ৩টি প্রতিষ্ঠানকে কৃষি বিপণন আইন-২০১৮ এর ১৯(১)-ক ধারায় ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া একজন থেকে মুচলেকা নেওয়া হয়। ভবিষ্যতে পাইকারদের ক্রয়ের রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা সংরক্ষণ সহ সকল লাইসেন্স হালনাগাদকরণ ও প্রত্যেক প্রতিষ্ঠানে অগ্নি-নির্বাপণ ব্যবস্থা নিশ্চিতকরণে ব্যবসায়ীদের তাগিদ দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘একশ্রেণির মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে পেঁয়াজের বাজার কিছুটা অস্থিতিশীল রয়েছে। পেঁয়াজসহ অন্যান্য নিত্য-প্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনসাধারণের ক্রয়সীমার মধ্যে রাখতে প্রশাসনের এই অভিযান অব্যহত থাকবে।’

সাতকানিয়া
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বেশি দামে পণ্য বিক্রি করায় ৬ দোকানিকে জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরের দিকে সাতকানিয়া উপজেলার কেরানিহাট বাজার এলাকায় নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকা ও ধার্য করা মূল্যের বেশি দামে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় মোট ৬টি মামলায় ৬ জনকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে মা-মনি ট্রেডার্সকে ৫ হাজার টাকা, গণেশ ডিপার্টমেন্টাল স্টোরকে ৩ হাজার টাকা, দুর্গা স্টোরকে ২ হাজার টাকা, মেসার্স মোরশেদ স্টোরকে ২ হাজার টাকা, মেসার্স নেজাদ ট্রেডিং কে ৫ হাজার টাকা, মেসার্স নিউ শাহ মালেকিয়া এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

আরও পড়ুন