৫ নভেম্বর ২০২৫

বাসে তল্লাশি, মালিকবিহীন সাড়ে তিন কেজি হেরোইন জব্দ

ঢাকা থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে মালিকবিহীন ৩ কেজি ১৪৭ গ্রাম হেরোইন জব্দ করেছে বিজিবি’র সদস্যরা।

সোমবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার নামক স্থানে মহাসড়কে বাস থেকে হেরোইন গুলো জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে কক্সবাজার ৩৪ বিজিবি’র উপ অধিনায়ক মেজর মো. আবদুল আজিজ ভূঁইয়ার নেতৃত্বে অভিযান চালায় বিজিবির একটি দল। মহাসড়কের কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার নামক স্থানে ঢাকা হতে কক্সবাজারগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশী করা হয়। বাসের উপরে ব্যাগ রাখার স্থানে হেরোইন ভরা একটি কালো ব্যাগ পাওয়া যায়। ব্যাগটির মালিকানায় কাউকে পাওয়া যায়নি। পরে ওজন করে ব্যাগে ৩ কেজি ১৪৭ গ্রাম হেরোইন মিলে।

তিনি আরো জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন