৫ নভেম্বর ২০২৫

সৃজনশীল ইউএনও হিসেবে মেধার রঙ ছড়াচ্ছেন মাহফুজা জেরিন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার প্রথম নারী ইউএনও হিসেবে গত বছর ডিসেম্বরে যোগদান করেন মাহফুজা জেরিন। একজন সৃজনশীল তারুণ্যদীপ্ত ইউএনও হিসেবে যোগদানের পর থেকেই সততা ও উদ্যোমী ব্যক্তি হিসেবে নজর কাড়েন নাগরিক সমাজের। একের পর এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে ইতোমধ্যে ভূয়সী প্রশংসাও কুড়িয়েছেন মেধাবী এই আমলা। যোগদানের পর থেকেই সৃজনশীল কাজে মেধার রঙ ছড়াচ্ছেন মাহফুজা জেরিন।মিরসরাইয়ে যোগদানের প্রথম মাসেই করেরহাট ইউনিয়নে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সুবিধাবঞ্চিত ত্রিপুরা পাড়ায় ব্যতিক্রমী আয়োজন ছিলো এসএসসি ২০০২ ও এইচএসসি ২০০৪ বাংলাদেশ’র আয়োজনে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পসহ নানা আয়োজন।

জুন-জুলাই ও আগস্ট এই তিন মাসে তিনি ১৬টি ইউনিয়নে দুই লক্ষাধীক গাছের চারা রোপন করেছেন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে পরিবেশ সচেতনতায় তার এ অনন্য উদ্যোগ এখনো চলমান রয়েছে। এইজন্য মিরসরাইয়ের শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা তাকে বৃক্ষ রাণী হিসেবে তুলনা করছেন।

বিগত ৮মাসে মিরসরাইয়ের শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে ইভটিজিং মুক্ত করা, প্রাথমিক বিদ্যালয় গুলোতে বিশুদ্ধ পানি ও উন্নত পরিবেশ , কৃষি জমির টপ সয়েল কাটা বন্ধ করা ,পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জেলে সম্প্রদায়ের জন্য সহায়তা বৃদ্ধি , ভেজাল ও বিষাক্ত খাদ্র বন্ধে বাজারে মোবাইল কোর্ট জোরদার করা, মুক্তিযোদ্ধা ও ভুমিহীন গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার ঘর শতভাগ মান নিশ্চিত করে বুঝিয়ে দেওয়াসহ অসংখ্য মানবিক ও সৃজনশীল কাজের জন্য প্রশংসায় ভাসছেন মাহফুজা জেরিন।

এ বিষয়ে জানতে চাইলে মাহফুজা জেরিন বলেন, মিরসরাই উপজেলা প্রাকৃতিকভাবে অনেক সমৃদ্ধ। এখানে রয়েছে প্রাকৃতিক ঝর্ণা, সবুজ পাহাড়, মহামায়া কৃত্রিম লেক, সমুদ্র সৈকত এবং এশিয়ার সর্ববৃহৎ বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চল। প্রকৃতির অসীম এই সৌন্দর্যকে কাজে লাগিয়ে এই অঞ্চলে পর্যটন শিল্পকে সমৃদ্ধ করার সুযোগ রয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান স্যার জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ১লা জুলাই থেকে শুক্র ও শনিবার ফুল ডে ট্যুর চালু করেছেন। এটি চট্টগ্রাম ওয়াসা মোড় থেকে এখন মহামায়া লেক পযন্ত আসে। ভ্রমনপিপাসুদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে এই উদ্যোগ । আমি স্যারের দেখানো পথ অনুসরণ করে সেই কাজটিই করতে চাই, যা মিরসরাইকে সারাদেশে ছড়িয়ে দিবে এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবে। এইজন্য মিরসরাইয়ের গৌরবময় ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি সভ্যতা ও পযটন সুবিধা নিয়ে একটি প্রকশনার উদ্যোগ নিয়েছি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ