৩ নভেম্বর ২০২৫

নেশার টাকা না দেয়ায় ছুরিকাঘাতে বাবা খুন

ছুরিকাঘাত

কক্সবাজারের টেকনাফে নেশার টাকা না দেয়ায় বসতঘরে ডুকে বাবাকে ছুরিকাঘাতে খুন করেছে আপন ছেলে। মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ৮টার দিকে টেকনাফ সদর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান।

নিহত বশির আহমদ (৫০) টেকনাফ সদর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড মৌলভীপাড়া ঠান্ডা মিয়ার ছেলে। ছুরিকাঘাত করা ছেলে নাম মো. পারভেজ (২২)।

স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, বশির আহমদের সাথে তার সন্তান পারভেজ নেশার টাকার জন্য প্রায় ঝগড়া করতো। সর্বশেষ মঙ্গলবার সকালে পারভেজ আবারো টাকা চাইতে যান। টাকা না পেয়ে পিতার সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে। ঘটনার এক পর্যায়ে বসতঘরের ভেতর ডুকে বশির আহমদকে ছুরিকাঘাত করে খুন করা হয়। এখবর পেয়ে আমি পুলিশকে ঘটনাটি অবগত করি।

টেকনাফ মডেল থানার তদন্ত ওসি (তদন্ত) নাসির উদ্দিন মজুমদার জানান, খবর পেয়ে সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মৌলভীপাড়া থেকে বশির আহমদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ যাওয়ার আগেই ছুরিকাঘাতকারি ছেলে পারভেজ পালিয়ে যায়। তাকে আটকে অভিযান চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুরতহাল রিপোর্ট করার পর কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ