৪ নভেম্বর ২০২৫

বারকোডের পর এবার জরিমানা গুনলো কুটুমবাড়ী রেস্তোরা

বারকোডের পর এবার জরিমানা গুনলো কুটুমবাড়ী রেস্তোরা। রোববার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নগরীর ওয়াসা মোড়ে অবস্থিত কুটুম্ববাড়ী রেস্তোরা অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজালা রাণী চাকমা।

অভিযানের বিষয়ে উজালা রাণী চাকমা বলেন, ফুটপাত দখল করে কুটুমবাড়ি রেস্তোরা তাদের স্থাপনা নির্মাণ করায় প্রতিষ্ঠানটিকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, আজকের অভিযানে ফুটপাত দখল করে রাখা ভাসমান ব্যবসায়ী এবং নালা নর্দমায় ময়লা ফেলে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের সতর্ক করেছে ভ্রাম্যমাণ আদালত। কারো ফেলা ময়লা যদি ড্রেনেজ ব্যবস্থা তথা পানি চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট উজালা রাণী চাকমা।

আরও পড়ুন