২৪ অক্টোবর ২০২৫

কর্ণফুলীতে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি, জরিমানা

চট্টগ্রামের কর্ণফুলীতে বিস্ফোরক অধিদপ্তরের আইন লঙ্ঘনপূর্বক গ্যাস সিলিন্ডার সংরক্ষণ করা, নিয়ম না মেনে ঝুঁকিপূর্ণ অবস্থায় গ্যাস সিলিন্ডার মজুদ রাখা ও বিস্ফোরক সংরক্ষণ লাইসেন্স না থাকা এবং অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি সহ বেশ কয়েকটি অপরাধে চার প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শিকলবাহা কলেজ বাজার, শাহমীরপুর ও জুলধা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পীযূষ কুমার চৌধুরী।

অভিযান সূত্রে জানা গেছে, বিস্ফোরক অধিদপ্তরের আইন লঙ্ঘনপূর্বক গ্যাস সিলিন্ডার সংরক্ষণ করা, নিয়ম না মেনে ঝুঁকিপূর্ণ অবস্থায় গ্যাস সিলিন্ডার মজুদ রাখা, বিস্ফোরক সংরক্ষণ লাইসেন্স না থাকা, অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকা ও অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করছে এমন খবরে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) পীযূষ কুমার চৌধুরী।

এসময় শিকলবাহা কলেজ বাজার এলাকার আল মদিনা এন্টারপ্রাইজ কে ১০ হাজার, ফকিরনিরহাট এলাকার আলম এন্ড ব্রাদারসকে ১০ হাজার, জুলধা এলাকার হাজ্বী কারী এন্টারপ্রাইজ কে ১০হাজার, শাহ মীরপুর এলাকার সাইফুল এন্টারপ্রাইজ কে ১০হাজার টাকা সহ চার প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পিযূষ কুমার চৌধুরী বলেন,উপজেলায় বিভিন্ন অনিয়ম দুর্নীতি ঠেকাতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কর্ণফুলী উপজেলা থেকে সকল ধরনের অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে আমরা সর্বত্র কাজ করে যাচ্ছি।

আরও পড়ুন