চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক তারের নিচে অপরিকল্পিতভাবে রাখা বালুর স্তুপে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাওয়া (১৩) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। অপরিকল্পিত ভাবে বালুর স্তুপ স্থাপন করায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্বজনদের।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের গুনগুনিয়া বেতাগী ৯ নম্বর ওয়ার্ড প্রজেক্ট গেইট বালুর টাল এলাকায় এ ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্ট মাওয়া মরিয়ম নগর নুরুল উলুম মাদ্রাসার ৫ম শ্রেণীর শিক্ষার্থী। সে মরিয়ম নগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ী এলাকার মোহাম্মদ আলমগীরের মেয়ে।
জানা গেছে, গুনগুনিয়া বেতাগী নানুর বাড়িতে বেড়াতে যায় শিশু মাওয়া। বিকালের সময় সহপাঠী আরও দুইজনের সাথে খেলার ছলে বালুর টালের দিকে যায়। বালুর টালের উপরে উঠলে বিদ্যুতায়িত হয়ে ছিটকে দুরে পড়ে যায়। পরে শিশুটির আর্তচিৎকারে গুরুতর আহত অবস্থায় আশেপাশের লোকজন উদ্ধার করে।
বিদ্যুৎস্পৃষ্ট মাওয়ার মামা নজু মেম্বার অভিযোগ করে বলেন, যে বালুর টালটি বসানো হয়েছে সেটি বৈদ্যুতিক তারের নিচে। যার কারনে সেখানে যে কারও মৃত্যুর আশংকা রয়েছে। আমার ভাগনী সহপাঠীদের সাথে খেলতে যায় বালুর টালের আশেপাশে, পরে বালুরটালে উঠলেই বৈদ্যুতিক তারে শক লেগে তার ৬০ শতাংশ শরীর পুড়ে যায়।
তিনি আরও বলেন, তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে প্রেরণ করে। বর্তমানে শেখ হাসিনা বার্ন ইউনিটের ৭ম তলার ১০ নম্বর বেডে আছে।
এই বালুরটালটি নিয়ে এলাকাবাসী বিভিন্ন অভিযোগ ছিলো প্রথম থেকে অথচ এরপরেও বৈদ্যুতিক তারের নিচে ঝুঁকিপূর্ণ এই বালুর টাল সরানো হয়নি। অপরিকল্পিতভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় বালুর টাল স্থাপন করায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্বজনদের।













