৫ নভেম্বর ২০২৫

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ডেলিভারিম্যান নিহত

বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের মিরসরাইয়ের করেরহাট এলাকায় মোটরসাইকেল-পিকআপ মুখোমুখী সংঘর্ষে মো. সালেহ জহুর (৩৫) নামে এক ডেলিভারিম্যান নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় করেরহাট বাজারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

নিহত মো. সালেহ জহুর মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মধ্যম নাহেরপুর এলাকার কোব্বাত আহমদ চৌধুরী বাড়ির মৃত বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিনের পুত্র। সে ধুম ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতির দায়িত্বে ছিলেন। তার ৬ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। তবে আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

মিরসরাই উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন চৌধুরী বলেন, রবিবার বিকালে মো. সালেহ জহুর ডেলিভারি নিয়ে করেরহাট ফরেস্ট অফিসে যাচ্ছিলো। পথিমধ্যে মোটরসাইকেল-পিকআপের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মো. সালেহ জহুরকে মৃত ঘোষণা করেন। এসময় পিকআপটি দ্রæত চলে যায়।

তিনি আরও বলেন, সে সিএনএফ ব্যবসায়ী ছিলো, বছর খানেক আগে চাকুরি ছেড়ে দিয়ে বর্তমানে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকুরি নিয়েছে। আজ (রবিবার) রাত ১১ টায় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

জোরারগঞ্জ থানার এসআই (উপ-পরিদর্শক) মো. আরিফ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কাউকে পাইনি। হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তারদের সাথে কথা বলে জানা গেছে, হাসপাতালে আসার আগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছিলো। দুর্ঘটনার পরপরই ঘাতক গাড়িটি পালিয়ে যাই। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ