মাদক ব্যবসায়ীদের অত্যাচারে অতিষ্ট হয়ে রাস্তায় নেমে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গ্রামবাসী।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে জৈষ্টপুরা মৈত্রী সংঘ ও দেবেন পাঠাগার এর উদ্যেগে আয়োজিত এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় গ্রামের শিশু কিশোরসহ শত শত নারী-পুরুষরা অংশ নেন।
এতে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য নিপুল কান্তি সেন, প্রদীপ বিশ্বাস, সঞ্জয় মহাজন, রাসেল তালুকদার, সঞ্জয় দাশ, রাসু সেন, সুপ্তা মহাজন, তৃষা সেন, নিমাই দে, শিবাশীষ সেন ও সুমন সেন।
বক্তারা বলেন, গ্রামে মাদকের আস্তানা গড়ে তুলে শিশু-কিশোরদের বিপথগামী করছে মাদক ব্যবসায়ীরা। এর প্রতিবাদ করলে গ্রামের মানুষজনের উপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে মাদক ব্যবসায়ীরা। এসব ব্যবসায়ীদের কারণে প্রায় ঘরে আজ অশান্তির আগুন জ্বলছে। স্থানীয় প্রশাসন এসব মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিচ্ছেন না। ফলে দিনদিন বেপরোয়া হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা।
অভিযোগ রয়েছে ওই গ্রামে অন্তত ১০জন মাদক ব্যবসায়ী রয়েছে। পুলিশ মাসোহারা নেওয়ায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। যারা মাদক কারবারিদের সহযোগিতা করে তাদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।













