২৪ অক্টোবর ২০২৫

নগরীর বিশ্বব্যাংক কলোনিতে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম নগরীর বিশ্বব্যাংক কলোনিতে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের ১৭৪ নং বিশ্বব্যাংক কলোনি শাখার উদ্যোগে কলোনির সেভেন মার্কেটের সামনের ময়দানে হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর স্মরণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

আলহাজ্ব মুহাম্মদ মহিউদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া। এতে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ এরশাদুল হক ও মাওলানা মুহাম্মদ রকিব উদ্দিন।

মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মুহাম্মদ শ‌ওকত ইমরান, আলহাজ্ব মুহাম্মদ শহীদুল্লাহ,রফিক আহমেদ সেলিম, মোঃ কামাল হোসেন প্রমুখ।

মাহফিলে বক্তারা বলেন, সমাজের উশৃঙ্খল যুবকদের ঘৃণাভরে প্রত্যাখ্যান নয়, বরং গভীর মমতায় কাছে টেনে তরিক্বতের দীক্ষায় নূরে মুহাম্মদী (দঃ)’র রওশনে ব্যক্তিচরিত্রের সংশোধনে তাদের জীবন হবে পরিশীলিত, তারা ধাবিত হবে সত্য ও কল্যাণের দিকে, যার মাধ্যমে ফিরে আসবে পারিবারিক স্বস্তি, প্রতিষ্ঠা পাবে সামাজিক শান্তি ও শৃঙ্খলা – আর এ দর্শনে অগনিত বিপথগামীদের আলোর পথে ফিরিয়ে এনে সামাজিক শান্তির এক কার্যকর ফর্মূলা দিয়ে গেছেন কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা কালজয়ী আধ্যাত্মিক মনীষী খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাঃ)। আলোকিত সমাজ প্রতিষ্ঠায় যা যুগ যুগ ধরে দেশ ও জাতির সামনে এক অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। যুবকরাই হচ্ছে সমাজের ভবিষ্যত কর্ণধার, তারা যেমন গড়তে পারে তেমনি সবকিছু ধ্বংস করতে পারে। তরিক্বতপন্থী যুবকেরা কখনো বিপথে যাবে না, তারা গড়বে একটি শান্তি ও কল্যাণমুখি সমাজ।

পরিশেষে দেশ-জাতির উন্নতি-অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মিলাদ-কিয়াম শেষে মোনাজাত করা হয়।

আরও পড়ুন