২৪ অক্টোবর ২০২৫

বান্দরবানে পাঁচ বছরের শিশু খুন

বান্দরবানের লামায় ৫ বছরের কন্যা সাদিয়া মনি (৫) নামে শিশুকে হত্যা করেছে ১৩ বছরের রোহিঙ্গা শিশু। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাশঁখালী ঝিড়ি মুসলিম পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু সাদিয়া মনি (৫) মুসলিম পাড়ার মো. ইদ্রিসের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি আঙ্গিনায় খেলতে যান তারা। খেলাচ্ছলে তাদের মাঝে ঝগড়া হয়। এক পর্যায়ের ক্ষিপ্ত হয়ে রোহিঙ্গা ছেলেটি পাঁচ বছরে শিশুকে দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলে শিশুটি মারা যান। পরে স্থানীয়দের সহায়তা ঘটনাস্থল থেকে রোহিঙ্গা ছেলেটিকে আটক করে পুলিশ।

ঘটনা সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ জানান, ঘটনাস্থল শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে। আটককৃত বিরুদ্ধে আইনগত প্রক্রিয়াধীন।

আরও পড়ুন