বিদ্যা সিনহা মিম বলতে পাগল অনুরাগীরা। পরাণ, দামালের পর ‘অন্তর্জালের’ ক্ষেত্রে ফের প্রমাণিত হলো বিষয়টি। সিনেমাটি দেখে মিমকে স্বর্ণের ব্রেসলেট উপহার দিয়েছেন এক ভক্ত।
গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে ‘অন্তর্জালের’ । রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল ছবিটির। সেখানে উপস্থিত ছিলেন মিম। ছবিটি দেখে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিষয়টি জানান তিনি।
মিম বলেন, ‘সকাল থেকে রেসপন্স অনেক ভালো পাচ্ছি। যারা যারাই দেখেছেন, বের হয়ে টেক্সট করছেন, ফোন দিচ্ছেন, খুব ভালো বলছেন। এই সময়ে এরকম একটি ছবি হতে পারে, বিষয়টিকে তারা উৎসাহ দিচ্ছেন।’
এরপর নিজের হাত থেকে ব্রেসলেটটি দেখিয়ে তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে একজন দর্শক ছবিটা দেখে আমাকে এই গোল্ডের ব্রেসলেট উপহার দিয়েছেন।’
আইসিটি বিভাগের উদ্যোগে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। এতে মিমকে দেখা যাবে একজন সাইবার যোদ্ধার চরিত্রে। প্রোগ্রামারের চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।
চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। এর গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সংলাপ লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ। চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। মিম-সিয়াম ছাড়াও অভিনয় করেছেন এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।
 
				












