২ নভেম্বর ২০২৫

নাসিরাবাদ মুনিরীয়া যুব তবলীগের এশায়াত সেমিনার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নগরীর নাসিরাবাদে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত সেমিনার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন ও হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর স্মরণে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ’র ৯৩নং চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখার উদ্যোগে নগরীর নাসিরাবাদ পলিটেকনিক্যাল রোডস্থ রূপসী হাউজিং সোসাইটিতে এই এশায়াত সেমিনার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংগঠনের মহাসচিব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়ার সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন অধ্যাপক অলি আহাদ চৌধুরী, মাষ্টার মুহাম্মদ নেজাম উদ্দীন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুহাম্মদ শ‌ওকত ইমরান, আলহাজ্ব মুহাম্মদ হাসান, আলহাজ্ব মুহাম্মদ মিজানুর রহমান, আলহাজ্ব মুহাম্মদ তৌহিদুল ইসলাম প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেন, প্রিয় নবীজির মুহাব্বত অন্তরে ধারণ করে, কুরআন ও সুন্নাহর আলোকে উন্নত জীবন গঠন করে মঞ্জিলে মকসুদে পৌঁছার অন্যতম মাধ্যম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ তরিক্বত। নবীজির বাতেনি নূর বিতরণ, ফয়েজে কুরআন, মোরাকাবার মাধ্যমে নফসানিয়্যত অবদমিত করে রুহানিয়্যত চর্চার শিক্ষা দিয়ে গেছেন এ দরবারের মহান মনীষী হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.)। গুনাহের কালিমায় কলুষিত মানুষদের তিনি ফিরিয়ে এনেছেন দ্বীনের পথে। অনৈসলামিক কার্যকলাপ বাদ দিয়ে আল্লাহর জিকির ও রাসুলুল্লাহ (দ.) এর দরুদ পাঠে নিয়োজিত করেছেন। উসওয়াতুল হাসনার আলোকে উন্নত চরিত্র গঠনের মাধ্যমে দুনিয়া ও আখেরাতের কল্যাণ সাধনার পথ নির্দেশনা দিয়েছেন।
<span;>বর্তমানে তারই ধারাবাহিকতায় রাসুলনোমা এই তরিক্বতের হেদায়তের আলোক বর্তিকা হাতে নিয়ে সিরাতুল মোস্তাকিমের পথে মানুষকে আহবান করে যাচ্ছেন তাঁর একমাত্র প্রতিনিধি মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব। ফলে আজ লাখো লাখো পথহারা যুবক ছুটে আসছে নূরে মোস্তফা আহরণে, অন্তরে এশকে ইলাহী ও হুব্বে মোস্তফার আলো জ্বালিয়ে ইবাদাত বান্দেগিতে মনোনিবেশ করছে, সৎ পথের আদেশ ও অসৎ পথ থেকে বারণের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনায় কাজ করে যাচ্ছেন। যুব সম্প্রদায়ের আধ্যাত্মিক বিকাশের মাধ্যমে মাতৃভূমিতে শান্তি প্রতিষ্ঠার এ যেন এক অন্যন্য প্রয়াস।

পরিশেষে দেশ-জাতির উন্নতি-অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মিলাদ-কিয়াম শেষে মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ