চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের উদ্যোগে মিডিয়া পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে চ্যানেল ২৪ এর চট্টগ্রাম কার্যালয় পরিদর্শনে যায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
সম্প্রচার কৌশল ও প্রযুক্তি কোর্সের অংশ হিসেবে পরিচালিত এ পরিদর্শনে নেতৃত্ব দেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক দিলরুবা আক্তার। এসময় আরও উপস্থিত ছিলেন বিভাগের সিনিয়র প্রভাষক প্রশান্ত কুমার শীল, প্রভাষক আকিব-উল ওয়াদুদ আলম, প্রভাষক তাসলিমা আক্তার ইরিন।
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাষ্টার্স ও অর্নাসে অধ্যয়নরত বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা মিডিয়া পরিদর্শনে গেলে চ্যানেল ২৪ এর কার্যালয়ে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানটির চট্টগ্রাম রিজিওনাল এডিটর কামাল পারভেজ, সিনিয়র রিপোর্টার এমদাদুল হক।
চ্যানেল ২৪ এর চট্টগ্রাম রিজিওনাল এডিটর কামাল পারভেজ সাংবাদিকতার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের মিডিয়া পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের উদ্যোগ সাংবাদিকতার শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে, পেশাদারিত্বের ক্ষেত্রে অনেক বেশী ভূমিকা রাখবে।
এই সময় তিনি আরও বলেন, সাংবাদিকতার শিক্ষার্থীরা যদি সাংবাদিকতা পেশাকে বেছে নেয় তাহলে সাংবাদিকতার মান আরও বেশী সমৃদ্ধ হবে।
সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক দিলরুবা আক্তার বলেন, মিডিয়া পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা সাংবাদিকতার ব্যবহারিক বিষয়গুলো নিয়ে অনেক বেশী জানতে পারে। করোনা পরবর্তী সময়ে নির্দিষ্ট কোর্সের অন্তর্ভুক্ত এই ধরণের মিডিয়া ভিজিট শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কার্যকরী ।
বিভাগের শিক্ষার্থীরা এসময় সম্প্রচার কলাকৌশল, রান ডাউন, সম্প্রচার সাংবাদিকতার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে ধারণা লাভ করেন। এছাড়াও তাঁরা সরাসরি চট্টগ্রাম থেকে সম্প্রচারিত বিকেল পাঁচটার নিউজ বুলেটিন উপভোগ করেন এবং নানান বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করেন।













