৬ নভেম্বর ২০২৫

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চালালো কোরিয়ান ইপিজেড

কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (কেইপিজেড) এর উদ্যোগে এবং ইয়ংওয়ান কর্পোরেশনের স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে সামাজিক পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ অক্টোবর) কেইপিজেডের হাসপাতাল সংলগ্ন এলাকায় এই কর্মসূচীর উদ্বোধন করেন কেইপিজেড কর্পোরেশন (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কর্ণেল (অব.) মােহাম্মদ শাহজাহান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেইপিজেডের মহা-ব্যবস্থাপক মুক্তার হোসেন, উপ মহা-ব্যবস্থাপক মুশফিকুর রহমান, জহুর আলম চৌধুরী, সিনিয়র ব্যবস্থাপক মোবারক হোসেন, সহকারী ব্যবস্থাপক সৈয়দ হোসেন, মাঈনুল আহসান আলী, অফিসার মোঃ সেলিম চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য রুমি আক্তারসহ ইয়ংওয়ান ও কেইপিজেডের কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।

উদ্বোধনকালে কেইপিজেড কর্পোরেশন (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কর্ণেল (অব.) মোহাম্মদ শাহজাহান বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানে অঙ্গ। আর বর্তমান দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ সৃষ্টি হয়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী বন্দর, গুয়াপঞ্চক, বৈরাগ, বদলপুরা, বড়উঠানসহ কেইপিজেডের আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচী অভিযান চলমান থাকবে।

এক্ষেত্রে তিনি স্থানীয়দের সহযোগিতা কামনা করেন। এবং ভবিষ্যতে স্থানীয়দের যেকোনো কর্মসূচীতে কেইপিজেড সার্বিক সহযোগিতা থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, কেইপিজেডের এই পরিচ্ছন্নতা কর্মসূচীতে ইয়ংওয়ানের ১৩০ জন পরিচ্ছন্নকর্মী অংশ নিয়েছেন। এই কর্মসূচীর আওতায় লিফলেট বিতরণসহ বিভিন্ন সচেতনামূলক কর্মকান্ড পরিচালনা করা হবে।

আরও পড়ুন