২৭ অক্টোবর ২০২৫

রপ্তানি উন্নয়ন ব্যুরো মহাপরিচালকের সাথে বিজিএমইএ নেতৃবৃন্দের বৈঠক

রপ্তানি উন্নয়ন ব্যুরো মহাপরিচালকের সাথে বিজিএমইএ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ অক্টোবর) বিকেলে চট্টগ্রামস্থ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) কার্যালয়ে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম এর নেতৃত্বে বিভিন্ন ষ্টেক হোল্ডারদের সাথে রপ্তানি উন্নয়ন ব্যুরো-এর মহাপরিচালক বেবী রানী কর্মকারের সাথে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিএমইএ’র পরিচালক এ.এম. শফিউল করিম (খোকন), বিজিএমইএ’র সদস্য রাকিব আল নাছের, বিকেএমইএ’র পরিচালক মোঃ শামসুল আজম, শাহাজাদা ফৌজুল ইমরান খান সহ বিজিএমইএ ও বিকেএমইএ’র উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং ইপিবি’র পরিচালক টেক্সটাইল মাহমুদুল হাসান, ইপিবি চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক শারমিন আক্তার সহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, চলমান বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে আমাদের অর্থনীতি ও শিল্প সেক্টরে। বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও চলমান ২০২৩-২০২৪ অর্থবছরের লক্ষ্যমাত্রা ৫২.২৭ বিলিয়ন মার্কিন ডলারসহ ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে রপ্তানিকারকগণ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, পোশাক শিল্পের কার্যক্রম ফ্যাশন এবং সময় নির্ভর, রপ্তানির সক্ষমতা বৃদ্ধিতে এই শিল্প বিশ্বের বিভিন্ন দেশে নতুন উচ্চ মূল্যের পণ্য রপ্তানির লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে। এক্ষেত্রে বিশ্বের নতুন নতুন মার্কেট সম্পর্কে হালনাগাদ তথ্যাদি সরবরাহ করা এবং রপ্তানি বান্ধব নীতিমালা প্রণয়নে সহযোগিতা একান্ত প্রয়োজন। এছাড়াও চট্টগ্রামকে ব্যবসায়িক হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কর্তৃক বিভিন্ন মেগা প্রজেক্ট বাস্তবায়ন করছে। ফলশ্রুতিতে ইপিবি সংশ্লিস্ট কার্যক্রম যথাক্রমে- নিবন্ধন ও নবায়ন সহ জঊঢ এর আওতায় নিবন্ধন ও সংশোধন, এঝচ, সাফ্টা সার্টিফিকেট ইস্যু ইত্যাদি কার্যক্রম সহজীকরণ ও দ্রুত সম্পাদনে রপ্তানি উন্নয়ন ব্যুরো চট্টগ্রাম কার্যালয়কে ক্ষমতায়ন করা জরুরী এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে পোশাক শিল্পের মিড লেবেল কর্মকর্তাদেরকে প্রশিক্ষণ প্রদানের উপরও গুরুত্বারোপ করেন।

ইপিবি’র মহাপরিচালক বেবী রানী কর্মকার বলেন, জাতীয় আর্থ-সমাজিক উন্নয়নসহ কর্মসংস্থানে পোশাক শিল্পের ভূমিকার প্রশংসা করে বর্তমান সংকটকালীন পরিস্থিতি বিবেচনায় ইপিবি সংশ্লিষ্ট পোশাক শিল্পের কার্যক্রম সহজীকরণ পূর্বক দ্রুততার সাথে সম্পাদনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আশ্বাস প্রদান করেন। এছাড়াও তিনি দক্ষ মানব সম্পদ উন্নয়নে চট্টগ্রামে ইপিবি’র বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচীতে পোশাক শিল্পের মালিক ও কর্মকর্তাদের অংশগ্রহণের আহ্বান জানান।

রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত রাখার স্বার্থে রপ্তানি বান্ধব নীতিমালা প্রণয়নে ইপিবি বিজিএমইএ সহ সংশ্লিষ্ট সকল ষ্টেক হোল্ডারদের সাথে সমন্বিত কার্যক্রম পরিচালনা করবে মর্মে তিনি উল্লেখ করেন।

বিশ্বের নতুন নতুন মার্কেটে রপ্তানি বৃদ্ধি সহ আমদানি-রপ্তানি কার্যক্রম সহজীকরণে রপ্তানি বান্ধব নীতিমালা প্রণয়নের উপর আরো বক্তব্য রাখেন, ইপিবি’র পরিচালক টেক্সটাইল মাহমুদুল হাসান, ইপিবি চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক শারমিন আক্তার, বিজিএমইএ’র পরিচালক এ.এম. শফিউল করিম (খোকন), বিকেএমইএ’র পরিচালক মোঃ শামসুল আজম প্রমুখ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ