চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সিক্সটি নাইন ও বিজয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার (৭ অক্টোবর) চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমদ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার (০৬ সেপ্টেম্বর) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটিতে সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট ড. শিপক কৃষ্ণ দেব নাথকে আহ্বায়ক, সহকারী প্রক্টর নাজেমুল আলম মুরাদকে সদস্য সচিব এবং সহকারী প্রক্টর ড. মোরশেদুল আলমকে সদস্য করা হয়েছে।
কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।












