৩১ অক্টোবর ২০২৫

ফিলিস্তিনিদের পক্ষে চবি ছাত্রলীগের একাংশের সংহতি

ধ্বংসাবশেষ এবং ধ্বংসস্তূপের মধ্যে, ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ-বিধ্বস্ত রাস্তায় শোক ও যন্ত্রণার কান্না প্রতিধ্বনিত হচ্ছে। গাজাবাসীর জীবন হয়েছে ছিন্নভিন্ন, স্বপ্নগুলি পরিণত হয়েছে হতাশায়। অবিরাম সংঘর্ষ দাগ ফেলেছে মুক্তিকামী ফিলিস্তিনদের হৃদয় ও আত্মার উপর।

দখলদার ইসরায়েলের আগ্রাসন রোধ ও মুক্তিকামী ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে মিছিল করেছে চবি ছাত্রলীগের উপগ্রুপ বিজয়ের একাংশের নেতাকর্মীরা।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মিছিল শুরু করেন তারা। পরে ক্যাম্পাস প্রদক্ষিণ করে তাদের কর্মসূচি শেষ হয়।

এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয়ের একাংশের নেতা সাখাওয়াত হুসাইন বলেন, দীর্ঘ ৭৫ বছর ধরে ইসরাইলিরা ফিলিস্তিনিদেরকে নিজ ভূখন্ডে অবরুদ্ধ করে রেখেছে, নির্বিচারে হত্যা করে চলছে। আমরা এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, স্বাধীনতকামী ফিলিস্তিনিদের প্রতি বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা অকুন্ঠ সমর্থন দিয়েছেন। দেশবাসী এবং বিশ্বকে জানানোর উদ্দেশ্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাইয়ের নির্দেশনায় আমাদের আজকের কর্মসূচি পালিত হয়েছে।

এর আগে বেলা ১১টায় শহীদ মিনার চত্বরে ফিলিস্তিনি শান্তিকামী জনগণের উপর ইসরায়েলি আগ্রাসন ও বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আরও পড়ুন